সেকালের শিক্ষা, একালে গবেষনা(২)

লিখেছেন লিখেছেন আশা নিয়ে বেঁচে আছি ২৪ মে, ২০১৫, ০৩:২১:৩৭ দুপুর

দাতা দের চাপিয়ে দেওয়া মড্যুল চর্চা আর টাকা ব্যয় করা নিয়ে যখন আমরা ব্যস্ত তখন পরিক্ষাগারের ইঁদুর অথবা গিনিপিগ এদেশের লক্ষ লক্ষ কোমলমতি শিক্ষার্থী। মজার ব্যাপার কোন পদ্ধতি এখানে স্হায়ী হয়না। এক বছর থেকে পাঁচ বছরের গবেষনা চালিয়ে যখন এর ভাল বা খারাপ দিক খুঁজে পাচ্ছে তখনেই এসব দাতা দেশ পরীক্ষন ফল নিয়ে তাদের দেশে ফিরে যাচ্ছে। কোন কোন প্রজেক্ট আবার মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে। বাঙ্গালী নাকি সংকর জাত। এদেশের শিক্ষা ব্যবস্হা তবে বাদ যাবে কেন? লিখিত,নৈর্ব্যক্তিক,এস বি এ, সৃজনশীল,ডিভিশন,জি পি এ প্রভৃতি মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা একদল মেধাবি একই সাথে আজও বসে একটি নিয়োগ পরিক্ষায়। অবশ্য এখানে ফলাফল সংকর হওয়ার খুব একটা সুযোগ থাকেনা। কারন আবেদন করার আগেই অনেকের চাকুরি নিশ্চিত হয়।

চলবে....

বিষয়: বিবিধ

৯৫১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322230
২৪ মে ২০১৫ বিকাল ০৫:৩২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
322271
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শিক্ষার্থিরা যেন তাদের খেলনা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File